সরকারকে আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না: তথ্যমন্ত্রী

দেশের পরিবর্তন তারেক জিয়া, মির্জা ফখরুল সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি ঘোষণা দিয়েছে সরকারকে দড়ি ধরে টান দেবে। গত বছর ১০ ডিসেম্বর সরকারকে টানতে দিতে গিয়ে বিএনপি নিজেই দড়ি ছিঁড়ে পড়েছে। আবার টান দিতে গেলে এবার দড়ি ছিঁড়ে পড়ে মাটির ভিতর ঢুকে যাবেন। সুতরাং সরকারকে আর দড়ি ধরে টান দেওয়ার চেষ্টা করবেন না।’
শনিবার (১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এদিকে পিন্টু আচার্যকে সভাপতি এবং খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
আইকে