ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


একসঙ্গে আন্দোলন করতে চায় বিএনপি


১৯ অক্টোবর ২০১৮ ০২:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বৃহত্তর আন্দোলনের স্বার্থে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা হচ্ছে। আমাদের দাবির সঙ্গে বাম সংগঠনগুলোর দাবি দাওয়া, চরমোনাই পীর সাহেবের দাবি-দাওয়া এক হওয়ায় এমন এক সময় আসবে যখন সবাই একসঙ্গে ঐক‍্য বাধ্য হবো।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরামের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া, নির্বাচন চলাকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী মোতায়ন, ইভিএম পদ্ধতি বাতিলের দাবিসহ বেশি কিছু দাবি-দাওয়া এক হয় আমরা ঐক্যবদ্ধ হবো।

নজরুল ইসলাম বলেন, এই জাতীয় ঐক্যকে আরো জোরদার করা হবে, শক্তিশালী করা হবে। সেই জন্য সরকার এই জোটের নেতাদের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ড. কামাল হোসেন এক সময় আ.লীগের আস্তাভাজন ছিল। এমনকি তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীও বানিয়ে ছিলেন। কিন্তু আজ যখন তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন তখনই তাকে চোর বাটপার বলা হচ্ছে। মাহমুদুর রহমান মান্নাও ছিল আওয়ামী লীগের আস্থাভজন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে কোন আইন ছাড়াই বিরোধীদলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না এবং যে দলটি একটু উঠে দাড়াচ্ছে তাদের উপর এই অত্যাচার নির্যাতন শুরু করছে সরকার।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা রায় কে নিয়ে নজরুল ইসলাম বলেনহিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জহিরুদ্দিন তুহিন, অধ‍্যাপক রফিকুল ইসলাম, ডঃ খালেদা ইসমিন প্রমুখ।

এমএ