বিএনপির মুখে ধানের শিষ, পেটে বিষ : ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এখন দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির মুখে ধানের শিষ, পেটে বিষ।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলছেন, এতদিন দৌড়াতে দৌড়াতে বিএনপি এখন দাঁড়িয়ে গেছে। তারা এখন দাঁড়িয়ে গেছে মানববন্ধনে। কোথায় যাবে এখন? ফান্দে পড়িয়া বগা কান্দে। একদিকে লন্ডনের ফরমায়েশ, অন্যদিকে টাকাওয়ালারা।
ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যাকে একজনর দেখার জন্য অগণিত মানুষ এখানে ছুটে এসেছেন। আজকে আবারো প্রমাণিত হলো এই ময়মনসিংহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি।
এ সময় জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা।
আইকে