ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : কাদের


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২১

‘বিএনপি আগুন-সন্ত্রাস ও জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা প্রভাতফেরী করে ৩ ঘণ্টায় শহীদ মিনারে পৌঁছে বেধিতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। তাহলে আমরা কোথায় দলবাজি করলাম? 

তিনি আরও বলেন, বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেধিতে উঠেছিলেন। তিনি শহীদ মিনারকে অপমান করেছেন।

ওবায়দুল কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য, এটা হচ্ছে প্রকৃত ইতিহাস।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

আইকে