ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


দালালি করে কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০৮

গত ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি খুব হম্বিতম্বি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘দালালি করে কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের মানুষ নিজের দেশ সম্পর্কে এখন অনেক জানে ’

বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো আওয়ামী লীগ একটা মিছিলও করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের চরম নির্যাতন করেছে। নারী নেত্রীদের কাপড় টেনে খুলে নিয়েছে। পুলিশি নির্যাতন করেছে। ওরা যা যা করেছে তার কিছুই আমরা করিনি।

তিনি বলেন, এখন তো তারা বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করছে। তারা মনে করছে বাইরে থেকে এসে কেউ তাদেরকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে। একটা সময় ছিল দালালি করে ক্ষমতায় বসাতে পেরেছে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। দেশের মানুষ অনেক সচেতন।

এ সময় আওয়ামী লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয় বলে উল্লেখ করেন তিনি।

আইকে