জনগণের কাছে যেতে হলে বিএনপিকে ক্ষমা চাইতে হবে : তথ্যমন্ত্রী

বিএনপি জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আবার জনগণের কাছে যেতে হলে জনগণের কাছে যেতে হলে বিএনপিকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি আবার জনগণের কাছে যেতে হলে ২০১৩, ১৪ ও ১৫ সালে তারা যে অপরাজনীতি করেছে, পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুবে ভিউতে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় দেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করে। আমাদের দেশেও সেভাবেই নির্বাচন হবে।
আইকে