ভেঙ্গে গেল বিএনপি, জোট ছাড়ল দুই দল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাপ ও এনডিপি। মঙ্গলবার (১৬ অক্টোবর) গুলশানে সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার ঘোষণা দেয় তারা। সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।
ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন জেবেল রহমান গানি। সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো জোটে অংশগ্রহণ করতে তাদের প্রস্তাব দেওয়া হয়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আশ্রয় দেবে কী না সেই বিষয়ে কিছু জানে না এই দুই দল।
জোট ভেঙে বেরিয়ে গেলেন, কিন্তু আসন্ন নির্বাচনে জিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সরকার গঠন করলে কী করবেন এমন প্রশ্নের জবাবে জেবেল রহমান গানি বলেন, ‘দেশের আইন যদি তাদের সরকার গঠন করার অনুমতি দেয় তবে আমাদের বলার কিছু নেই।’
এমএ