ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মতিয়া চৌধুরী


৩১ জানুয়ারী ২০২৩ ০৪:৩৯

বিএনপি-জামায়াত আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতি অনুযায়ী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সরকার প্রতিটি নাগরিকের জন্য গৃহ নিশ্চিত করতে কাজ করছে, যা আগের কোনো সরকার করেনি।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকারকে বিজয়ী করার আহ্বান জানান।

আইকে