আ.লীগ সরকারকে উৎখাতের শক্তি বাংলাদেশে তৈরি হয়নি: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের মাটি ও মানুষের শিকড় থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগকে সরকার থেকে উৎখাত করার মতো কোনো শক্তি বাংলাদেশে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিকটেটরের পকেট থেকে জন্ম নেয়নি। আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের কাছ থেকে। আমাদের শিকড় অনেক দূর প্রোথিত হয়েছে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, ‘যারা নির্বাচনকে কলুষিত করেছে, মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিলি খেলেছে। তারাই আবার প্রশ্ন তোলে। তাদের প্রশ্ন করার কী অধিকার আছে?’
‘আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে। ওয়াদা দিলে ওয়াদা রাখে। যতটুকুই করতে পারব ততটুকুই বলি। আর ততটুকুই করে মানুষের সেবা নিশ্চিত করি।’ বলেও এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ হবে।
আইকে