বিএনপির গণঅবস্থান: ‘সতর্ক পাহারায়’ আওয়ামী লীগের নেতাকর্মীরা

সরকার বিরোধীদের গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ সারাদেশে ‘সতর্ক পাহারায়’ রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
এদিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান ও সমাবেশ করবে।এবং মহানগর উত্তর আওয়ামী লীগ বিকেলে মিরপুর সনি সিনেমা হলের পেছনে ‘শান্তি সমাবেশ’ করবে।
বিএনপির গণঅবস্থান কর্মসূচি থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি ইতোমধ্যে দিয়েছেন তারা।
আইকে