ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘ড. কামালের নেতৃত্বে জোট করা ছিল জীবনের বড় ভুল’


৯ জানুয়ারী ২০২৩ ০২:৫৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের সঙ্গে জোট করা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল।

রোববার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেছেন, আমার বড় বোন নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন।

এ সময় বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত বছরের ডিসেম্বররে সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন কাদের সিদ্দিকী।

আইকে