ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হুমকিতে ডরান না শেখ হাসিনা: ওবায়দুল কাদের


৬ জানুয়ারী ২০২৩ ০৩:১৫

সরকার পতনের হুমকি-ধমকি বা দেশে সংঘাত; কোনো কিছুতে ডরান না বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং দেশে কোনো সহিংসতা হলে তার সমুচিত জবাব তিনি প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের হুমকি-ধমকিতে শেখ হাসিনা ভয় পান না। অনেকে বলেছিল এই হবে, সেই হবে; দেশ সংঘাতে যাবে। কিন্তু কিছুই তো হলো না। বিএনপির কথা শুনলে এখন ঘোড়াও হাসে।

এ সময় বিএনপি আন্দোলন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে সেটি যদি সহিংস রূপ ধারণ করে; সমুচিত জবাব দেওয়া হবে।

আইকে