ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


সকল ইউনিটে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে: ছাত্রলীগ সভাপতি


৪ জানুয়ারী ২০২৩ ০১:৪২

ছাত্রলীগের সকল ইউনিটে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে; প্রতিষ্ঠা করা হবে গঠনতন্ত্র। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এ কথা বলেছেন।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলনে সংগঠনটির সভাপতি।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, র‍্যালি, স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট, কনসার্ট, পূর্নমিলনী, একাডেমিক কনফারেন্স, সব কার্যালয়ে লাইব্রেরি স্থাপনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন জানান, ছাত্রলীগের পথচলায় কিছু ভুল রয়েছে, কিছু অভিমান থাকতে পারে। স্মার্ট মানসিকতা ছড়িয়ে দেয়ার জন্য স্টাডি সার্কেল, যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন কাজ করছে ছাত্রলীগ।

আইকে