ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ময়না পাখির মতো শেখানো কথা বলেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী


৩০ ডিসেম্বর ২০২২ ০২:১২

বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলেন বলে মন্তব্য করেছেন করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, খন্দকার মোশাররফ, রিজভী, ফখরুল সাহেবসহ আরও যারা বিএনপির সম্মানিত নেতারা রয়েছেন তারা সবাই তোতা কিংবা ময়না পাখির মতো শেখানো কথা বলেন। ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজিয়ে চলেছেন। এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

রংপুর নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, রংপুর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কম ভোট পেলেও, বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। সেখান থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কিংবা হিসাব কোথায়। ভোট কিন্তু খুবই সুষ্ঠ এবং সুন্দর হয়েছে।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ নেতারা উপস্থিত ছিলেন।

আইকে