বিএনপির গণ মিছিল গাধা ডিম পাড়ার মতো হবে: তথ্যমন্ত্রী

আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) গণ মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। তাদের এই কর্মসূচিকে গাধা ডিম পাড়ার মতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া ৩টি ডিম পেড়েছে। আমি তো মনে করি ৩০ ডিসেম্বরও গাধা ডিম পারবে।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে কারাগার বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেন তিনি।
আইকে