ক্ষমতার নেশায় সরকার দেশের মানুষের কথা ভুলে গেছে: ড. মঈন খান

বর্তমান সরকার ক্ষমতার নেশায় দেশের মানুষের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার প্রশাসন যন্ত্র ব্যবহার করে মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। যা আর সহ্য করা যাচ্ছে না।
এ সময় আওয়ামী লীগ মুখে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও যে রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে না তারা স্বাধীনতা পক্ষের শক্তি কীভাবে হয় তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।
আইকে