ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক


২৫ ডিসেম্বর ২০২২ ০৭:০৫

ফের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদের। আগামী মেয়াদের (তিন বছর) জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় কাউন্সিল থেকে তাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

জানা গেছে, কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করা হয়। অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কাউন্সিলররা।

এর আগে সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন শুরু হয়। বেলা সোয়া ১টার দিকে উদ্বোধনী অধিবেশন শেষ হয়।

এরপর মধ্যাহ্নভোজনের বিরতি দিয়ে বিকেল তিনটায় কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়।

আইকে