ভোটকক্ষে ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না সাংবাদিক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের জন্য দুইটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
নির্দেশনা অনুযায়ী ভোটকক্ষে কোন সাংবাদিক ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। ভোটকক্ষে দুই জনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না।
শনিবার এ তথ্য জানান ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান।
উল্লেখ্য, রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা রয়েছে ২৭০ জন। এক্ষেত্রে মেয়র পদে নয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে।
ইতিমধ্যে নির্বাচনি প্রচার শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত।
আইকে