‘জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে’

বাংলাদেশের অগ্রযাত্রা কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা বলেন ‘ভাষা আন্দোলনে আবার শেখ মুজিবের কী অবদান।’ অথচ, বঙ্গবন্ধুই প্রথম ব্যক্তি, যিনি ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, আমরণ অনশন করেছিলেন। বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্রদের নিয়ে প্রথম থেকেই আন্দোলন করছিলেন।
আইকে