উন্নয়ন ও অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: কাদের

উন্নয়ন ও অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন করলে শেখ হাসিনার সাথে পারবে না জেনে সরকার হটানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে এবং আগুন সন্ত্রাস মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
আইকে