ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই’ : কাদের সিদ্দিকী


২৪ ডিসেম্বর ২০২২ ২২:৫২

রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সপরিবারে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। কিন্তু বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি, লালন করি।’

এ সময় আবারও আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কাদের বলেন, ঘণ্টা দেড়েক প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ-আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই তাকে ডেকেছিলেন। অনেক কথা হয়েছে, গল্প হয়েছে।

সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘দুজন রাজনীতির মানুষ যখন এক হয়, তখন তো রাজনৈতিক আলাপ হবেই।’

আইকে