ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপিকে যে পরামর্শ দিলেন জাফরুল্লাহ


২৪ ডিসেম্বর ২০২২ ০৮:৪৩

ছোটদলগুলোকে সঙ্গে নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, মালয়েশিয়াতে ছোট ছোট পার্টির প্রত্যেকে নির্বাচিত হয়েছে। তাই বিএনপিকে বড় কাজ করতে হলে, তাদের ২৭ দফা পূরণ করতে হলে, ছোট দলগুলোকে সঙ্গে নিতে হবে।

তিনি বলেন, দেশে পরিবর্তন আনতে হলে সবাইকে রাস্তায় থাকতে হবে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে নিশ্চিতভাবে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।

পুলিশের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, আপনাদের দুর্ভোগ তো দেখতেই পাচ্ছেন। বাধ্যতামূলক পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠাচ্ছে সরকার। যাদের জন্য ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে করে দিয়েছিলেন, তারা আপনাদের প্রতি কী ব্যবহার করছে।

জাফরুল্লাহ বলেন, হাজী সেলিম ১০ বছরের কারাদণ্ড নিয়ে উচ্চ আদলত থেকে জামিন পেয়েছেন। অথচ খালেদা জিয়াকে জামিন দিচ্ছেন না। হাইকোর্টের বিচারপতিরা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়েছেন।

আইকে