ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আ. লীগ: কাদের


২০ ডিসেম্বর ২০২২ ২৩:২৭

যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। আগামী নির্বাচনের জন্যও দলটি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপ-কমিটির সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিএনপির মিথ্যা তথ্য জনগণ বিশ্বাস করে না বলেও জানান তিনি। ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ব্যর্থ চেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ভোট চুরি করে প্রহসনের নির্বাচন করেছে। তারাই গণতন্ত্রের নামে ইয়েস নো ভোট চালু করেছে বলেও জানান তিনি।

সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল উন্নয়নের কাণ্ডারি মনে করে বলেও জানান ওবায়দুল কাদের।

আইকে