গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করছে: ওবায়দুল কাদের

গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংস করেছেন, তারাই আবার রাষ্ট্রকে মেরামত করতে চায়, এটা খুবই হাস্যকর।
সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, আওয়ামী লীগ আবারও দেশের দায়িত্ব নিতে প্রস্তুত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি।
আইকে