ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঢাকায় বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন


১৮ ডিসেম্বর ২০২২ ০৫:৩৭

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অধিবেশন থাকায় ঢাকায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করবে বিএনপি। তবে ঢাকা ছাড়া সারা দেশে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্মসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, ‘২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন থাকায় আমাদের পূর্ব ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচির তারিখ আমরা পরিবর্তন করেছি। বিএনপি যেহেতু সংঘাত চায় না, আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৪ ডিসেম্বর আমরা ঢাকায় গণমিছিল করব না। তবে ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে, সেটা জেলা-মহানগরে অব্যাহত থাকবে। আর ঢাকায় ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর আমরা গণমিছিল করব।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। ওই সমাবেশে সরকার হটানোর যুগপৎ আন্দোলনে ১০ দফা ঘোষণা করে এই দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।

আইকে