ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপির ১০ দফায় সমর্থন ১৩ দলের


১১ ডিসেম্বর ২০২২ ২২:২৮

বিএনপির ১০ দফায় সমর্থন জানিয়েছে দেশের ১৩টি রাজনৈতিক দল। তারা আগামী ২৪ ডিসেম্বর যুগপৎভাবে গণমিছিল কর্মসূচিও করবে বলে জানিয়েছে।

গতকাল শনিবার পৃথকভাবে দলগুলো এ কর্মসূচি ঘোষণা করে। এসব দল ২০ দলীয় জোটভুক্ত ছিল। কিন্তু ২০ দলীয় জোট নিষ্ক্রিয় হওয়ায় এককভাবে বা জোটভুক্ত হয়ে কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ১০ দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী। আগামী ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করবে দলটি। গতকাল রাজধানী ঢাকার একটি মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিএনপির যুগপৎ আন্দোলনের ১০ দফা কর্মসূচিকে স্বাগত ও সংহতি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ আওয়ামী জুলুম-নির্যাতন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার থেকে মুক্তি চায়। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের সাইরেন বেজে উঠেছে। তাই সব দেশপ্রেমিক গণতন্ত্রকামী শক্তিকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন সংগ্রামে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাই। লেবার পার্টি ১০ দফা আদায়ে জনমত গঠন ও তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।

২০ দলীয় জোটের ১১ দলের শীর্ষ নেতারা গতকাল যৌথ বিবৃতিতে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ থেকে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। এই ১০ দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং যুগপথ আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘোষিত সব নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

বিবৃতি দেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার খন্দকার লুৎফুর রহমান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকিব, এনডিপির ক্বারী মোহাম্মদ আবু তাহের, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, মুসলীম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়াতে ওলামা ইসলাম-এর মহিউদ্দিন একরাম, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গতকাল যৌথ বিবৃতিতে বলেন, বাধা-বিপত্তি, হুমকি, হত্যা, পরিবহন ধর্মঘট, পুলিশি অভিযান, গ্রেপ্তার উপেক্ষা করে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিপুল জনস্রোত বাংলাদেশের জনগণের চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও এগিয়ে নেবে। বাংলাদেশ সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের অভিন্ন লক্ষ্যে এই লড়াই যুগপৎ ধারার ভবিষ্যতে আরও বৃহত্তর রূপ নেবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গতকাল এক বিবৃতিতে উল্লেখ করেন, প্রচণ্ড বাধা-বিপত্তি, হুমকি, রক্তপাত, তাণ্ডব, পরিবহন ধর্মঘট, কড়া চেকপোস্ট, পুলিশি অভিযান ও তল্লাশি উপেক্ষা করে ঢাকায় বিশাল সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করায় বিএনপিকে অভিনন্দন।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষার দাবিতে গণঅধিকার পরিষদের আলোচনাসভা ও র‌্যালি হয়েছে। গতকাল বিকালে দলের পল্টনের কার্যালয়ে আলোচনাসভা হয়। পরে গণঅধিকার পরিষদের পল্টন কার্যালয় থেকে র‌্যালি বের হয়।

র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুলহক নুর আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনারা দেখেন বিএনপি ৯টি বিভাগীয় সমাবেশ করেছে। কোথাও তারা গাড়িতে একটা ঢিলও দেয়নি। এমনকি বিন্দুপরিমাণ বিশৃঙ্খলা করেনি। এমন শান্তিপূর্ণ সমাবেশের নজির বাংলাদেশের ইতিহাসে গত ৫০ বছরে নেই।

আইকে