নবীনগর রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াত ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, ট্রেকনো ড্রাগসের পরিচালক আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ,উপজেলা যুবদলের আহাবায়ক এমদাদুল বারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জরুরি চিকিৎসার জন্য নবীনগরবাসীকে এখনো জেলা সদর কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ দুই-ই ব্যয় হয় এবং অনেক সময় রোগী পথেই মৃত্যুবরণ করেন। তিতাসপাড়ের রসুলপুরে পর্যাপ্ত সরকারি খাসজমি থাকায় সেখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, নবীনগরের কৃতি সন্তান,অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে একটি ডিও লেটার প্রদান করেছেন।