‘রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ। তবে অখুশিও নয়। মামলার মাস্টারমাইন্ডের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,এ হামলার মাস্টার মাইন্ডকে এসব দেশের জনগণ ভালোভাবেই জানে। গত ১৪ বছর ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ নির্মম-নৃশংস হত্যাকাণ্ডের আলামত তৎকালীন ক্ষমতাসীন সরকার নষ্ট করেছে। জজ মিয়া নাটক সাজানো হয়েছে। মুফতি হান্নান স্বীকারোক্তি দিয়ে গেছেন এ হামলার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন। কিন্তু সরকার চালাচ্ছিল হাওয়া ভবন।
মামলার আসামিদের সাজা আরো বেশি হওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, রায়ে হামলার মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। তখনকার সরকার এফবিআইকে তদন্ত করতে দেয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডকেও আসতে দেয়নি।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন ও বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার বেলা ১২টায় হত্যা ও বিস্ফোরক আইনে করা আলোচিত দুই মামলার রায় ঘোষণা করেন।
আরকেএইচ