ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল


১০ অক্টোবর ২০১৮ ০২:১৮

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন সাংবদিকদের এ কথা জানান।

আব্দুল্লাহ আল হারুন বলেন, আজকে সকালে আমরা গিয়েছিলাম উনার (খালেদা জিয়া) ওখানে। আমার সঙ্গে ছিলেন প্রফেসর এমএ জলিল চৌধুরী ও প্রফেসর আতিকুল হক। আমরা রুটিন রাউন্ডে ৯টা ২০ মিনিটের দিকে ওখানে গিয়েছিলাম এবং উনার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম। উনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, কোনো অবনতি হয়নি।'

তিনি আরো বলেন, 'আগামীকাল ৪টার পরে মেডিকেল বোর্ড আবার উনার পরীক্ষা নীরিক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবে।গতকাল রাতেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে তার রোগের ইতিহাস জেনে নেওয়া হয়েছে।'

গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

আরকেএইচ