ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে গায়েবি মামলা’


১০ অক্টোবর ২০১৮ ০২:০৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের চরমভাবে অত্যাচার করে জবানবন্দি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতেই সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, পিন্টু সাহেবকে জড়ানো হয়েছে। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই গায়েবি মামলায় বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে।

চক্রান্তের অংশ হিসেবে সরকার দেশের বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এসএমএন