ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


খালেদার ঘাড়ে ও কোমরে ব্যথা, বেঁকে যাচ্ছে বাঁ হাত


৯ অক্টোবর ২০১৮ ২০:২৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. আবদুল জলিল চৌধুরী জানিয়েছেন, চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাঁ হাত বাঁকা হয়ে গেছে। বাম পাশের কাঁধও তুলতে পারছেন না রয়েছে কোমরেও ব্যথা।

গত শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬১২ কেবিনে খালেদা জিয়াকে ভর্তি করে রাখা হয় ।

বিএসএমএমইউ-এর অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, খালেদা জিয়া বর্তমানে ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সমস্যা ভুগছেন। আর্থ্রাইটিস হলো শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথা । তার বাম হাত বাঁকা হয়েছে এবং বাম কাঁধ তুলতে পারেন না, ঘাড়ে ব্যথা, বাম হাঁটু ফোলা, ব্লাড প্রেসারেরও সমস্যা রয়েছে। এ ছাড়া তার অ্যাজমা ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) সমস্যাও রয়েছে। উনার এসব সমস্যা নিয়ন্ত্রণ করে তবেই চিকিৎসা শুরু করতে হবে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান বলেন, খালেদা জিয়ার সমস্যা নিয়ন্ত্রণে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিতে হবে। আমরা আশা করছি, আগামী ২ সপ্তাহের মধ্যে ডায়াবেটিসসহ তার সব সমস্যা নিয়ন্ত্রণে আসবে। এর পরই আমরা নতুন চিকিৎসা শুরু করতে পারব।

এসএমএন