ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


আগেই আসন চান এরশাদ


৮ অক্টোবর ২০১৮ ২২:১৪

ছবি ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। জোট-মহাজোটের শরিকরা এরইমধ্যে আসন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। নির্বাচনী গণসংযোগে নেমেছে ক্ষামতাসীন আওয়ামী লীগ। মহাজোটের শরিক কয়েকটি দলও গণসংযোগ শুরু করেছে।

এরই অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে মহাজোটের অন্যতম শরিক ও সংসদের বিরোধীদল জাতীয় পার্টি। তবে এ মহাসমাবেশের আগেই আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদান্ত চান পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপা চেয়ারম্যান আসন্ন একাদশ নির্বাচনে একক বা আওয়ামী লীগের সঙ্গে যেভাবেই নির্বাচনে জাপা অংশ নিক না কেন তার চূড়ান্ত তালিকা করতে চান তিনি। এ তালিকা চূড়ান্ত করার দায়িত্ব পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা সম্মিলিতভাবে দলের চেয়ারম্যানকে একক ক্ষমতা দিয়েছেন। এরশাদ মনে করেন তার পার্টির তালিকা থেকে কাদের সরকার ছাড় দেবে সেটি চূড়ান্ত করার এখনই সময়। এতে দুই পক্ষেরই সুবিধা।

রোববার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও এমপিদের যৌথ সভায় উপস্থিত নেতারা পার্টির চেয়ারম্যানকে এসব বিষয়ে ক্ষমতা প্রদান করেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন।

জানতে চাইলে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের বেশি সময় না থাকায় তাড়াতাড়ি প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচনের আগে আমাদের ছাড় দেওয়া আসনে যেন নৌকার কোনো ডামি বা বিদ্রোহী প্রার্থী না থাকে সে বিষয়ে নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। বিএনপি নির্বাচনে আসুক না আসুক আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা ৩০০ আসনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বিএনপি কী করছে, কী কর্মসূচি দিচ্ছে তার দিকে তাকিয়ে থাকলে হবে না। আগামী নির্বাচনে যেভাবেই হোক আমাদের ভালো ফলাফল আনতে হবে।

সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য— ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির শীর্ষ নেতারাউপস্থিত ছিলেন।

আরকেএইচ