তিনশ আসনের প্রস্তুতি জাপার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল থেকে তিনশ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন পার্টির চেয়ারম্যান।
রোববার (৭ অক্টোর) দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং পার্টির সংসদ সদস্যদের যৌথসভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সকল ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত গ্রহণের একক দায়িত্ব পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপর ন্যস্ত থাকবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক না জোটগতভাবে নির্বাচন করবে_সে বিষয়ে পার্টির চেয়ারম্যানই সিদ্ধান্ত গ্রহণ করবেন।
আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হয় সভায়।
যৌথ এ সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
এসএ