ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


রূপগঞ্জ গণসংযোগে গোলাম দস্তগীর গাজী


৬ অক্টোবর ২০১৮ ০৬:১৪

রূপগঞ্জ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। শুক্রবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার আধুরীয়া সরকারি প্রাইমারি স্কুলে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীসহ সাধারন ভোটাররা।

এসময় এমপি গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের উন্নয়নকে অব্যহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আগামীতে ধ্বংসকারীদের ভোট না দেয়ার আহ্বান এলাকাবাসীকে। ধ্বংসকারীদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস করে দিবে।

এসময় উপস্থিত থাকেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম নীলা, থানা কমিটির প্রচার সম্পাদক মানজারে আলম টুটুল, আজমত উল্লা, থানা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, গোলাকান্দইল ইউনিয়নের চেয়ারম্যান মনজুর হোসেন ভুইয়া, সহ সভাপতি মহসিন ভুইয়া, সাধারণ সম্পাদক, সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, ওয়ার্ড সভাপতি (সাবেক) বজলুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমূখ।

এমএ