ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


৩০০ আসনেই লড়বে জাতীয় পার্টি


৬ অক্টোবর ২০১৮ ০৬:০১

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন রাজনীতির উদ্দেশ হলো একটি দেশ ও জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের দেশের মানুষ এখন রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করছে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় নেত্রকোনা জেলার জাতীয় পার্টির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির ব্যক্তবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি ৩০০ আসনে পার্থী দিবে,তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি বিএনপি নির্বাচনে অংশ নিবে। নেত্রকোনার জাতীয় পার্টির দ্বি -বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহি কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।

অধিবেশনে তিনি দুই বছরের জন্য নেত্রকোনা জেলার জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী আর সাধারণ সম্পাদক মান্নান খান আরজুর নাম ঘোষণা করেন।

এমএ