ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল


৬ অক্টোবর ২০১৮ ০২:০৪

ফাইল ফটো

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর আহমেদের নেতৃত্বে রাজধানীতে আবারও বিক্ষোভ মিছিল করেছে দলটির।

শুক্রবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন গণমাধ্যমের পাঠানো এক বার্তা তথ্য জানিয়েছেন।

এছাড়া, এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এএইচ