লড়াইয়ের প্রথম ঢোল আমরা বাজাতে চাই: শামীম ওসমান

সামনে খেলা হবে, লড়াই হবে বলে মন্তব্য করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আমরা লড়াইয়ের প্রথম ঢোল বাজাতে চাই। সব ধরনের ষড়যন্ত্র করবে ওরা। এখানো ষড়যন্ত্রের কিছুই শুরু হয়নি। শকুনরা সব আকাশে উড়ছে। সময়মতো আমাদের ওপর থাবা বসাবে। সামনে ধাক্কা আসছে। এ ধাক্কাকে মোকাবিলা করতে হবে। এ লড়াই শেষ লড়াই। এ লড়াইতে ওদের সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাবে।
গতকাল দুপুরে তিনি মাসদাইরে অবস্থিত বাংলা ভবনে এক কর্মিসভায় এসব কথা বলেন। শামীম ওসমান আরও বলেন, হাতে সময় খুব কম। আর মাত্র ২০ দিন। এ ২০ দিনে সব খুনি একত্র হবে। মুখে মুখে অনেকে সভ্যতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। আবার তারাই মোহাম্মদপুরে মিটিং করে। ধরাও পড়ে, গাড়ি নিয়ে পালিয়েও যায়। ওই দিন নেই। ওই দিন চলে গেছে। রাতে মিটিং করবেন আর বঙ্গবন্ধুরে হত্যা করবেন? ওই দিন আর নেই। শেখ হাসিনা মীর জাফরদের চিনে রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মো. মোহসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহ্সানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান প্রমুখ।
আইএমটি