তাদের ঐক্য শুরু মারামারিতে

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারামারির ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মারামারির মধ্যে দিয়ে তাদের জাতীয় ঐক্যের সূচনা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভাশেষে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির সমাবেশে হাতাহাতি, মারামারি, ধাওয়া পালটা ধাওয়ার ছবি দেখিয়ে আওয়ামী লীগ সম্পাদক কটাক্ষ করে বলেন, বিএনপি সমাবেশ বা মিটিং করলে সেখানে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মারামারি ছাড়া বিএনপি কোন সমাবেশ করতে পারে না। বিএনপিতে কেউ কাউকে মানে না। এটা জাতির সামনে প্রমাণিত।
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। আন্দোলনের নামে সহিংসতা করলে। ২০১৪ সালের মত পরিস্থিতি ভয়াবহ হলে প্রশাসনিক ভাবে ব্যাবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আওয়ামী লীগ বসে থাকবো না। যা যা করণীয় তাই করবে আওয়ামী লীগ ।
অক্টোবরের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে গণসংযোগ করার ঘোষণাও দিয়েছে ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আহমেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমূখ।
এসএ/এসএইচ