ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


নতুন কোন র্বাতা নেই বিএনপির


১ অক্টোবর ২০১৮ ০৭:৩২

ছবি সংগৃহীত

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনসহ বিভিন্ন দাবিতে জনসভা করেছে বিএনপি। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হয়। দলের নেতাকর্মীরা এ জনসভা থেকে নতুন কোন পাবেন, এমন আশা করে ছিলেন। কিন্তু জনসভা শেষে নেতাকর্মীরা হতাশা নিয়েই ফিরে গেলেন।

জনসভা থেকে ঘোষনা করা হয় আগামী ৩ অক্টোবর দেশের প্রতিটি জেলায় সমাবেশের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি। পরের দিন ৪ অক্টোবর মহানগরগুলোতে সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি আদায়ে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ৭ দফা যে দাবি দিলাম, এ দাবিতে এই কর্মসূচি দিচ্ছি। এরপরে পর্যায়ক্রমে আমরা আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব। আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং তারেক রহমানকে ফিরিয়ে আনতে এবং আমাদের যেসমস্ত নেতা-কর্মী বন্দি রয়েছে তাদের মুক্তি দিতে।’

৭ দফা দাবি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘তফসিল ঘোষণার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানসহ সব রাজবন্দী এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনীর নিয়োগ নিশ্চিত করতে হবে।’


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মঞ্চে লাগানো ব্যানারে জনসভার প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা হয়। পাশাপাশি মঞ্চে তার জন্য ফাঁকা রাখা হয় একটি চেয়ার, যদিও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া এখন কারাগারে। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা জনসভায় উপস্থিত রয়েছেন।

শনিবার ঢাকা মহানগর পুলিশ ২২ শর্তে বিএনপিকে এই জনসভা করার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরই শনিবার দুপুর থেকেই মঞ্চ প্রস্তুতির কাজ শুরু করা হয়।

সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছিল বিএনপি। ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন। ঢাকায় গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করেছিল বিএনপি। এর পর এটাই বড় কর্মসূচি দলটির।
আরকেএইচ