ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


বন্ধ হয়ে যাবে ঢাকা


১ অক্টোবর ২০১৮ ০৫:২৫

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের মাত্র ২৪ ঘণ্টার সময় দিয়ে জনসভার সুযোগ দেওয়া হয়েছে। এতেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের যদি ৭ দিনের সময় দিয়ে জনসভার সুযোগ দেওয়া হয় তাহলে ঢাকা শহর বন্ধ হয়ে যাবে।

রোববার বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এ একথা বলেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়। দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর পরে বিভিন্ন প্রেমমূলক ও বিরহের গান বাজানো হয়। খালেদা জিয়াকে এই সমাবেশের প্রধান অতিথি করেছে বিএনপি।

এমএ