ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


বিএনপির ৭ দফা


১ অক্টোবর ২০১৮ ০৫:১৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ ৭ দফা দাবি জানিয়েছে বিএনপি।

রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভা থেকে এ দাবি জানায় দলটি।

সাত দফা দাবি গুলোঃ
১। খালেদা জিয়ার মুক্তি।
২। তারেক রহমানের মামলা প্রত্যাহার।
৩। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
৪। ভোটের আগে সংসদ ভেঙে দেয়া।
৫। ইভিএম পদ্ধতি বাতিল করতে হবে বা চালু করা যাবে না
৬। নির্বাচনে সেনা মোতায়েন।
৭। নির্বাচন কমিশন পুনর্গঠন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকলেও তাকে প্রতীকী প্রধান অতিথি করা হয়।

আগামী ৩ অক্টোবর দেশের জেলায় জেলায় সমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ৪ অক্টোবর মহানগরগুলোতে সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে বিএনপি।

এসএ