ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


কীভাবে মুক্তি পাবে খালেদা, জানালেন এই নেতা


১ অক্টোবর ২০১৮ ০৪:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি যদি রাজপথ দখল করতে পারে তাহলে খালেদা জিয়াও মুক্তি পাবেন। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সোয়া ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে নজরুল ইসলাম খান একথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের জনসভায় একটি চেয়ার খালি। কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও দেশে আসতে পারছেন না। তাই নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের রাজপথ দখল করতে হবে। রাজপথ দখল করতে পারলে খালেদা জিয়াও মুক্তি পাবেন, নিরপেক্ষ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়। দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর পরে বিভিন্ন প্রেমমূলক ও বিরহের গান বাজানো হয়। খালেদা জিয়াকে এই সমাবেশের প্রধান অতিথি করেছে বিএনপি।

এমএ