শামীমের পা ছুঁয়ে আ.লীগে যোগ দিলেন বিএনপির কাউন্সিলর

আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের পা ছুঁয়ে সালাম করে আওয়ামী লীগে যোগদান করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিএনপির সমর্থনে নির্বাচিত কাউন্সিলর ইসরাফিল প্রধান। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান। ওই অনুষ্ঠান শুরুর আগে শামীম ওসমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন ইসরাফিল প্রধান।
ফুল গ্রহণ শেষে ইসরাফিল প্রধান শামীম ওসমানের পা ছুঁয়ে সালাম করেন। ওই সময় আওয়ামী লীগ নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান তোলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান। বেশ কয়েকটি নাশকতার মামলায় তিনি আসামি। কারাভোগও করেছেন একাধিকবার।
এর আগে গত বছরের ১৫ অক্টোবর একই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রধান শামীম ওসমানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
স্কুলের অনুষ্ঠানে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- অধ্যক্ষ এমএম হোসেন, দাতা সদস্য রেজাউল করীম, আবু সাঈদ, কামাল হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।