ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সোহরাওয়ার্দীতে বিএনপির নেতাকর্মীদের ঢল


১ অক্টোবর ২০১৮ ০২:১৪

ছবি সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে দলেল নেতাকর্মীদের ঢল নেমেছে। রোববার সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জমায়েত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এরই মধ্যে দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশর কার্যক্রম শুরু হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তবে দুর্নীতি মামলায় কারাগারে থাকায় খালদা জিয়ার চেয়ারটি খালি রেখেই সমাবেশ চলবে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আটক সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এ সমাবেশে যোগ দেন। এছাড়া মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর থেকে আসা নেতাকর্মীরাও সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

তাদের হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার দেখা যায়। আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানারে ছেয়ে গেছে। গেটে ঢুকতেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথে এসব ব্যানার দেখা গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চের সামনের জায়গা বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ। তাদের উজ্জীবিত রাখতে সংগীত পরিবেশন করছেন জাসাসের শিল্পীরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীসহ অঙ্গসহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতা এই সমাবেশে বক্তব্য রাখবেন।


আরকেএইচ