ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সমাবেশে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪৬

বিএনপি আয়োজিত জনসভায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রোববার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে গান-বাজনা দিয়ে সভার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ভিড় লক্ষ করা যায়।


বেলা বারার সাথে সাথে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়। জনসভাস্থলে খণ্ড খণ্ড মিছিল ঢুকছে। নানা রঙ-বেরঙের ও স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড দেখা যাচ্ছে নেতাকর্মীদের হাতে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরসহ আশপাশের জেলা থেকেও জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রদলের কর্মীরাও আসছেন জনসভায়।

আইএমটি