ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


জনসভাকে ঘিরে বিএনপির যে আশা


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৯

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়ে বিপুল জনসমাগমের আভাস দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, জনসভা অত্যন্ত সুশৃঙ্খল ও কঠোর নজরদারিতে হবে। সেখানে বিপুলসংখ্যক লোকের সমাবেশ হবে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ। ২২ শর্তে রোববার সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায় বিএনপি।

গয়েশ্বর বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও খুব কঠোর নজরদারির মধ্য দিয়ে আমরা আমাদের সভা জনগণের আকাঙ্ক্ষা পূরণের মতো করে করব। তখন আপনারা দেখবেন কাল কত লোক আসে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির মিটিংয়ে বিএনপির কেন অস্থিরতা, নাশকতা করবে! সরকার দলীয় নেতাদের এমন কথাতেই আমাদের সংশয়। এই যে আগাম কথা। আমার ধারণা সরকার এ ধরনের ঘটনা ঘটানোর জন্য এ কথাগুলো বলছে। আমরা শতর্ক আছি।

এসএ