ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলো বিএনপি


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৭

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা করার অনুমতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি)। অনুমতি পেয়ে জনসভাস্থল পরিদর্শনে গেছেন নেতারা।

পরিদর্শনে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে অন্যদের মধ্যে যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

আব্দুস সালাম নতুন সময়কে বলেন, আমরা এখন মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেমসহ যাবতীয় কাজ শুরু করছি। আশা করছি জনসভা শুরু হওয়ার আগে সব কাজ সম্পন্ন করতে পারবো।

এদিকে, ডিএমপি থেকে ২২ শর্তে জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। এই শান্তিপূর্ণ জনসভায় সরকার ও প্রশাসন সহযোগিতা প্রত্যাশা করে দলটি।

এছাড়া, বিএনপি এই জনসভা নিয়ে দলটি মধ্যে উৎকণ্ঠিত ছিল। ডিএমপি কমিশনার আনুষ্ঠানিক লিখিত চিঠির মাধ্যমে অনুমতি দিয়েছে। দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

এসএমএন