আন্দোলন ডেকে হিন্দি সিরিয়াল দেখেন বিএনপি নেতারা : কাদের

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন বিএনপির নেতারা।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে বলেন, সমাবেশের অনুমতি নিয়ে তারা নাটক করছে।
সেতু মন্ত্রী বলেছেন, বলেন, চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন।প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। প্রয়োজন হলে মুক্তমঞ্চ করে দেব, দরকার হলে মাইক ফিট করে দেব।
সেই সঙ্গে বিএনপিকে ‘নাটক’ না করতে সতর্ক করে দেন । ১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি, তারপরও সমাবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, ‘সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে।
এর আগে পুলিশের অনুমতি না পাওয়ার কথা জানিয়ে গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, রবিবারের অনুমতি দেওয়া হলেও তাদের আপত্তি নেই।
এসএমএন