বিএনপি’র জনসভা রবিবার

রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ।
এ সময় তিনি বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে যথাসময়ে জনসভায় যোগদানের জন্য অনুরোধ করা হয়।
শনিবার (২৯সেপ্টেম্বর) দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বিএনপির প্রতিনিধি দল। পরে ২২ শর্তে ডিএমপি দলটিকে সমাবেশ করার অনুমতি দেন।
আইএমটি