ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সমাবেশের অনুমতি পেল বিএনপি


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৫

প্রতীকী ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সমাবেশ করবে দলটি ।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করলে তাদের এ অনুমতি মেলে।এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জনসভার অনুমতি নিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

২২ শর্তের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো- জনগণের ভোগান্তি যাতে না হয় এজন্য নির্ধারিত স্থানের বাইরে জনসমাবেশ করা যাবে না। এ ছাড়া নির্ধারিত স্থানের বাইরে উসকানিমূলক কোনো বক্তব্য কিংবা প্রচারপত্র বিলি করা যাবে না।

দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন। দলটির অপর সদস্য হচ্ছেন- দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এসএমএন